যেভাবে গড়ে তুলবেন বইপড়ার অভ্যাস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
চলছে অমর একুশে বইমেলা। বইয়ের টানে পাঠকরা মেলায় ছুটে যাচ্ছেন। প্রিয় বই কিনছেন। অনেকে বই কিনছেন বটে, কিন্তু বইপড়তে অনীহার কথা কারো কারো কাছ থেকে শোনা যায়। কেউ কেউ বলছেন বইপড়ার অভ্যাস একদম নেই। এবার জেনে নিন যেভাবে বইপড়ার অভ্যাস গড়ে তুলবেন।
১. বইপড়ার অভ্যাস তৈরির জন্য প্রথমত, মন পরিষ্কার করে পড়তে বসুন। মনের মধ্যে কনোরকম চিন্তা নিয়ে বইপড়া শুরু করবেন না।
২.সতেজ মন নিয়ে বইপড়া শুরু করলে বইয়ের তথ্য সহজে মনের গভীরে প্রবেশ করে। এতে বইপড়ার অভ্যাস বৃদ্ধি পায়। তাই প্রতিদিন বইপড়ার চেষ্টা করুন।
৩.কেনো বইপড়ার শুরুতে ভালো না লাগলে সেটি এড়িয়ে যেতে হবে। যে বইপড়ে আনন্দ পাবেন সেই বইপড়া শুরু করুন।
৪.বইপড়ার অভ্যাস বাড়ানোর জন্য শব্দ ভান্ডার বৃদ্ধির করুন। অর্থাৎ আপনার যত বেশি শব্দ জানা থাকবে, বইয়ের কঠিন শব্দ থাকলেও তা সহজতর হয়ে উঠবে। এতে বইপড়ে আনন্দ পাওয়া যাবে।
৫.মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন যে, আমি বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চান।
৬.প্রতিদিন বা সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে পছন্দের বইয়ের কমপক্ষে কয়েক পাতা পড়ুন। দেখবেন পড়ার অভ্যাস বৃদ্ধি পাবে।