শিল্পকলায় নয় দিনব্যাপী পিঠা উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৩৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮ রবিবার
নয় দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। নানা রকম ও নানা স্বাদের দুই শত রকমর পিঠা রয়েছে এবারের উৎসবে।
মঙ্গলবার বিকালে উৎসবের উদ্বোধন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ যৌথভাবে পিঠা উৎসবে আয়োজন করেছে।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, নৃত্যশিল্পী আমানুল হক এবং সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে পিঠা উৎসব। উৎসব মঞ্চে প্রতিদিন বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।