ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২২:৩১:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বইমেলায় নারীকে জরিমানার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বইমেলায় মাস্ক না পরায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ওই ঘটনার ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার বইমেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেই অভিযানে মাস্ক না পরায় এক নারীকে ২০০ টাকা জরিমানা করেন তিনি। সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে? পরে জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি বিষয়টি বারবার ঘুরাচ্ছিলেন। আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়েছি। মেলায় আরও মানুষ ছিল, যারা মাস্ক পরেনাই। সেটাও বলছি না। কিন্তু পারমিশন ছাড়া বিষয়টি কেন ভিডিও করবে?’