ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৫:৫৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ একুশে বইমেলায় ৬৯টি নতুন বই এসেছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪০ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার

বইমেলায় শিশুরা বই দেখছে।  ছবি: উইমেননিউজ২৪.কম।

বইমেলায় শিশুরা বই দেখছে। ছবি: উইমেননিউজ২৪.কম।

আজ মঙ্গলবার অমর একুশে বইমেলার ১৫তম দিন। আজ নতুন বই এসেছে ৬৯টি। এরমধ্যে গল্প ১৫ টি, উপন্যাস ৮ টি, প্রবন্ধ ২ টি, কবিতা ১৯ টি। এছাড়াও গবেষণা ৩ টি, ছড়া ২ টি, শিশুসাহিত্য ৩ টি, জীবনী ৪ টি, মুক্তিযুদ্ধ ৩ টি, বঙ্গবন্ধু ৩ টি, রম্য/ধাঁধা ২ টি ও অন্যান্য ৭ টি নতুন বই এসেছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
মেলায় বিকাল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: জামিলুর রেজা চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল কাইয়ুম। এতে অংশগ্রহণ করেন মোহাম্মদ কায়কোবাদ, মাসুদুল হক এবং মুনির হাসান। সভাপতিত্ব করেন আইনুন নিশাত।
সভায় প্রাবন্ধিক বলেন, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশ প্রকৌশল জগতে সবার পরিচিত নাম। স্বাধীনতার পর দেশে যত বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় সবগুলোর সঙ্গেই তিনি কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। 
তিনি জানান, বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞের সাথে যুক্ত হন তিনি। এছাড়া গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী জামিলুর রেজা চৌধুরী দেশে-বিদেশে বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। 
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন জি এইচ হাবীব। 
আগামীকাল বুধবার অমর একুশে বইমেলার ১৬তম দিন। মেলা চলবে বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
বিকাল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : রশীদ হায়দার ও ফরহাদ খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মোজাফ্ফর হোসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন ইমতিয়ার শামীম এবং মনি হায়দার। সভাপতিত্ব করবেন আনোয়ারা সৈয়দ হক। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।