ঢাকা, রবিবার ১৭, নভেম্বর ২০২৪ ১৬:৫৬:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুকুলের ঘ্রাণে মাতোয়ারা ইবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কয়েকদিন হলো প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত, আগমন ঘটেছে বসন্তের। ঋতুরাজ বসন্তের সেই আগমনী বার্তা জানান দিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আম্রকানন আর লিচু বাগান ছেয়ে গেছে মুকুলে মুকুলে। মুকুলের ঘ্রানে মাতোয়ারা হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

সোনালি মুকুলের সুমিষ্ট ঘ্রানে মৌ মৌ করছে ক্যাম্পাসের আকাশ বাতাস। কতগুলো গাছে এতই মুকুল ধরেছে যেন তিল ধারণের ঠাঁই নেই। মুকুলের ভারে গাছের পাতাগুলোর যেন হারিয়ে যাওয়ার অবস্থা। দেখে মনে হচ্ছে এ যেন এক মুকুলের স্বর্গরাজ্য। আর এ স্বর্গরাজ্যের রাজা মৌমাছিরা। মুকুলের সুমিষ্ট সৌরভ ডেকে আনছে তাদের।

মুকুল আর মৌমাছির এমন মিতালির দৃশ্য দেখা মিলছে ক্যাম্পাসের বাংলা মঞ্চ সংলগ্ন আমবাগান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের পাশের আমবাগান, মীর মোশাররফ হোসেন ভবনের সামনের আমবাগান, শেখ রাসেল হলের সামনের লিচু বাগান, টিএসসিসির সামনের লিচুবাগানসহ ক্যাম্পাসের সকল আম ও লিচু গাছে।

এসব নয়নাভিরাম দৃশ্য দেখে বিমোহিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বসন্তের আগমনে আম ও লিচু গাছে ফোটা এসব সোনালি মুকুল দেখে মুগ্ধ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে বলছেন নানান কথা।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নয়ন আহমেদ বলেন, ‘শীতের রুক্ষতাকে ছাড়িয়ে প্রকৃতিতে এসেছে বসন্ত। এই আমের মুকুল সেই বসন্তেরই আগমনী বার্তা দিচ্ছে আমাদের। মুকুলের ঘ্রান আমায় মুগ্ধ করে। যখন এই মুকুল গুলোর দিকে চায় চোখ যেন জুড়িয়ে যায়।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মহসিন আলী বলেন, ‘বসন্ত আসলেই আম লিচুর মুকুলে ভরে যায় বাগানগুলো যা ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। এই আমের মুকুল দেখে মনে পড়ে যায় গ্রামের আমবাগানের কথা। মনে পড়ে যায় শৈশবে আমবাগানের হাজারো স্মৃতি।’

আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুজন শাহ বলেন, ‘বসন্ত মানেই ফুলে ফুলে ভরে উঠা চারপাশ, কোকিলের কুহু কুহু ডাক, ভ্রমরের গুঞ্জন। প্রকৃতির এক অনাবিল রূপ। আমি মাঝে মাঝে বাংলা মঞ্চের সামনের আমবাগানের মুকলগুলো দেখি আর ভাবি কি বাহারি সাজেই না সেজেছে ইবি ক্যাম্পাস।’