এরশাদ শিকদারের মেয়ের মৃত্যু : প্রেমিকের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের নিজ বাসায় এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশা (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। এশার মা সানজিদা নাহার (৪৮) তার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার মামলাটি দায়ের করেছেন।
শনিবার (৫ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।
তিনি বলেন, শুক্রবার (৪ মার্চ) রাতে মামলাটি দায়ের করা হয়েছে। এশার মা ও এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় বাদী অভিযোগ করেছেন, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এশা আত্মহত্যা করেছে। আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে এশার প্রেমিক প্লাবন ঘোষকে মামলায় আসামি করা হয়েছে।
এই মামলায় এখনো কেউ গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান ওসি আবুল হাসান।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিনগত রাতে গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় প্রেমিকের সঙ্গে অভিমান করে এশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেন তার পরিবারে সদস্যরা। শুক্রবার (৪ মার্চ) ভবনের নবমতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর এশার মা সানজিদা নাহার বলেন, আমার মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। বৃহস্পতিবার বিকেলেও তার সঙ্গে ঝগড়া করে। রাতে সে নিজের রুমে ঘুমাতে যায়। আমার সন্দেহ হলে ভোরে তাকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙ্গে দেখি সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। তার দুই হাত ধারাল ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানায় আমার মেয়ে আর নেই।