ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১২:৪২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বঙ্গবন্ধুকে উৎসর্গ করা কলকাতা বইমেলায় এক টুকরো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৮ ফেব্রুয়ারি কোলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৩৯তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ এবং মেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নামে। বইমেলায় পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধুর লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চিন৷’ স্টলে স্টলে রয়েছে পূর্ব প্রকাশিত বঙ্গবন্ধুর বই। বাংলার পাশাপাশি ইংরেজিতেও৷ তাকে নিয়ে লেখা একগুচ্ছ বইয়ের সম্ভারও রয়েছে৷ রয়েছে মুজিবুর রহমানকে উৎসর্গ করা লোককবিতা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ৷

মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সাজানো হয়েছে বঙ্গবন্ধুর বেশকিছু সাদাকালো ছবি দিয়ে৷ এ ছাড়া ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের শব্দমালায় সাজানো হয়েছে প্যাভিলিয়ন৷ রয়েছে বক্তৃতারত শেখ মুজিবের ছবি৷ প্যাভিলিয়নের ভেতর প্রকাশনী সংস্থার সারিবদ্ধ স্টল৷ সুউচ্চ প্যাভিলিয়নের শিখর ছুঁয়েছে বঙ্গবন্ধুর ছবি, কোথাও তার বইয়ের প্রচ্ছদ৷ বঙ্গবন্ধুর জীবনের নানাপর্যায়ের ছবিতে স্টল সাজিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর৷ মেলায় এ যেন এক টুকরো বাংলাদেশ।

দর্শনার্থীরা যখন বঙ্গবন্ধুর আবেগকে সম্বল করে বইমেলাকে যথার্থই আন্তর্জাতিক করে তুলছেন, তখন কানে আসে সেই দৃপ্ত কণ্ঠ— ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির স্টল চুম্বকের মতো টেনে নেয় দর্শকদের৷ সেখানে অডিও-ভিস্যুয়াল মাধ্যমে দেখানো হচ্ছে শেখ মুজিবকে, শ্রদ্ধা জানানো হচ্ছে গানে গানে যার ভিডিওতে দেখা যাচ্ছে মুজিবকন্যা শেখ হাসিনাকেও।

ওপার বাংলার বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক অমিত গোস্বামী বলেন, এবারের বইমেলা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে উৎসর্গ করা হয়েছে- এটা দুই বাংলার একটা বন্ধনের নিদর্শন। কাঁটাতার দুই বাংলাকে আলাদা করেছে মাত্র। কিন্তু দুই বাংলার যে প্রেম, বন্ধন- তাকে আলাদা করা সম্ভব নয়। এ বন্ধন অতীতেও ছিল, এখনও আছে এবং থাকবে।
বাংলাদেশ থিম কান্ট্রি হওয়ায় এবার ৩ ও ৪ মার্চ বাংলাদেশ দিবস উদযাপিত হলো বইমেলায়৷ একাধিক আলোচনাসভায় সমৃদ্ধ হয়েছেন দর্শকমণ্ডলী৷ বিষয় বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনকথা ও সোনার বাংলার স্বপ্নযাত্রা, শেখ মুজিব থেকে হাসিনা৷ দুই বাংলার বিশিষ্ট গবেষক, ভাষ্যকাররা আলোচনায় অংশ নেন৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধকেও স্মরণ করছে বইমেলা৷ একটি প্রবেশদ্বারে সাদাকালো ছবিতে উঠে এসেছে সাবেক বাংলার মুক্তিযোদ্ধাদের কীর্তি৷

দুই বাংলার মানুষের মধ্যে সাঁকো সাহিত্য ও সংস্কৃতি৷ বইমেলা তার একটা বড় হাতিয়ার৷ এই আদান-প্রদান আরও সহজ করার দাবি বরাবরই উঠেছে৷ বাংলাদেশের প্রকাশকরা এ ব্যাপারে কোলকাতার সহযোগীদের সঙ্গে একমত৷