কবি জসীম উদ্দীনের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৭ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পল্লী কবি জসীম উদ্দীনের ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগ।
সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল গেট সংলগ্ন কবি জসীম উদ্দীনের প্রতিকৃতিতে হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এসময় হলের মূল ফটক থেকে হেঁটে প্রত্যেকে হলগেটে কবির প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন বলেন, ‘১৯৭৬ সালে কবি জসীম উদ্দীন হল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সময় পার হয়েছে। কিন্তু কবি জসীম উদ্দীনকে সামনে ফুটিয়ে তুলতে তাঁর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীর মতো দিবসগুলো কখনো এভাবে বড় করে পালিত হয়নি। আমরা ছাত্রলীগ তো অনেক ধরণের প্রোগ্রাম করি। নতুন নেত্রীত্বে আসার পর আমরা ভাবলাম, কবির প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমাদের এই আয়োজন। ভবিষ্যতে আমরা কবির জন্মবার্ষিকী ও অন্যান্য দিবসগুলোতে আরও বড় অনুষ্ঠান পালন করব।’
সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান বলেন, ‘গুণীজনদের মূল্যায়ন ও সংবর্ধনায় বাংলাদেশ ছাত্রলীগ বরাবরের মতোই সামনের কাতারে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই আয়োজন।’
এই কর্মসূচিতে কবি জসীম উদ্দীন হলের অন্তত শতাধিক ছাত্র উপস্থিত উপস্থিত ছিলেন।