ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ৮:৫৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টিসিবির কাছে পণ্য বিক্রয়ের আওতা বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবিকে পণ্য বিক্রয়ের বিভিন্ন ত্রুটি ও সীমাবদ্ধতা দূর করে ন্যায্যমূল্যে এই পণ্য প্রাপ্তিতে আরও অধিক স্বল্প আয়ের মানুষকে অর্ন্তভূক্ত করার পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ স্মারকলিপি প্রদান করেছে। মহিলা পরিষদের উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।

৬ সদস্য বিশিষ্ট একটি দল (কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান, এ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী এবং প্রোগ্রাম অফিসার নুরুন্নাহার তানিয়া) টিসিবির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি প্রদান করেন।

এসময় সংগঠনের পক্ষ থেকে পণ্য বিতরণের ক্ষেত্রে চলমান অনিয়মসমূহ দূর করে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্যপ্রাপ্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বাজার নজরদারি বৃদ্ধি করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রাখাসহ এবং টিসিবির কাছে পণ্যের পরিমান ও বিক্রয়ের আওতা বৃদ্ধি করার দাবি জানানো হয়।