নির্বাচনে যেতে চাই তবে শর্ত পূরণ করতে হবে : খালেদা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:০১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু তার জন্য সরকারকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
আজ শনিবার ঢাকায় দলের নির্বাহী কমিটির সভায় দেয়া ভাষণে তিনি বলেন, সরকার বিএনপিকে `মাইনাস` করে নির্বাচন করতে চায়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সভা ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়া ভাষণে বলেন, তাকে যদি গ্রেফতার করা হয় তাহলেও তার প্রতিবাদ যেন শান্তিপূর্ণভাবে করা হয়।
তিনি বলেন, বিএনপি নির্বাচন করতে চায়। "জনগণ পরিবর্তন চায় এবং নির্বাচনের মধ্যে দিয়েই সে পরিবর্তন আসতে হবে"।
নির্বাচনে অংশ নেবার যে সব পূর্বশর্ত খালেদা জিয়া তার ভাষণে উল্লেখ করেন সেগুলো হচ্ছে: নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, বর্তমান সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে, জনগণ যাতে ভোটকেন্দ্রে যেতে পারে তার পরিবেশ তৈরি করতে হবে, ইভিএম ব্যবহার করা যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এ সভায় যোগ দিয়ে একটি ভিডিও বার্তা দেন।
সম্মেলনস্থলের বাইরে মেরিডিয়ান হোটেলের সামনে থেকে পুলিশ ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আগামী ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষিত হবার কথা রয়েছে।