ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২১:৪৮:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হত্যা মামলায় সৎ মায়ের মৃত্যুদন্ড কমিয়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট বিভাগ।
আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।
২০১৫ সালের ১৩ জুন শাকিলা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় শাকিলাকে আসামি করে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ শাকিলাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে আইও। বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই এই সৎ মাকে মৃত্যুদন্ডাদেশ দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।
পরে আইন অনুযায়ী মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামি আপিল দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।