বইমেলায় খুদে লেখক অলীনের দু’টি বই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৫:১০ পিএম, ২৩ মার্চ ২০১৮ শুক্রবার

একুশে গ্রন্থমেলার প্রথম দিন বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে খুদে লেখক অলীন বাসার এর দুইটি বই। মেলার দ্বিতীয় দিন শুক্রবার প্রথম শিশু প্রহরে বই দুইটি প্রকাশনা অনুষ্ঠান হয়।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে সিসিমপুর মঞ্চে সকাল ১১টায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই দুইটির মোড়ক উন্মোচন করেন কথাশিল্পী আনিসুল হক।
ঘাস ফড়িং থেকে প্রকাশিত হয়েছে ‘পালোয়ানের হার’। দাম ১৬০ টাকা। প্রচ্ছদ করেছেন প্রদীপ ভঞ্জন। ‘ভূতের টিউশনি’ প্রকাশিত হয়েছে জ্ঞান বিতান থেকে। দাম ১৬০ টাকা। প্রচ্ছদ করেছেন শিরীন আক্তার। চার রংয়ের বই দুটোতে আছে সুন্দর সুন্দর ছবি।
অলীনের এ পর্যন্ত পাঁচটা বই বের হলো। আগের বইগুলো হলো-অন্ধকারে ভূতের ছায়া (সাঁকোবাড়ি, ২০১৫), ভুতুড়ে (সাঁকোবাড়ি, ২০১৬), ভুতুম (সাঁকোবাড়ি, ২০১৭)।
অলীন বাসার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র। ক্লাসেও যেমন তার ভালো ফল হচ্ছে লেখাও তেমন থেমে নেই। আবার নিয়মিত খেলাও তার সঙ্গী। স্কুলের পড়ালেখা, নিজের জগতের লেখা পড়া, খেলা কোনটা ছাড় নেই। সব চলছে সমান তালে।