রওশন এরশাদের দেশে ফিরতে সময় লাগবে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো।
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রংপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এবং রওশন এরশাদ প্রয়াত সাবেক রাস্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহাগির আল মাহি সাদ এরশাদ আরো জানিয়েছেন, তিনি এখন নিয়মিত স্বাভাবিক খাবার এখনো খেতে পারছেন না।
বুধবার ব্যাংককে মায়ের সঙ্গে অবস্থান করছেন তিনি। তিনি বলেন, ‘মা বামরুনগ্রাদ হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা এখনো নিশ্চিত করেন নাই কবে দেশে ফিরবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রওশন এরশাদ নিজ থেকে উঠতে-বসতে পারেন না। তারঁ একটি পায়ে সমস্যা থাকায় হাঁটতে ও পারছেন না।’
তিনি আরো বলেন, ‘তবে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে আরো সময় লাগবে। কারণ বার্ধক্য জনিত নানা সমস্যাও রয়েছে তার, তাই এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।’