মেয়ের মৃত্যুর বিচার না হলে আত্নহত্যার হুমকি বাবা-মার
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি।
২০২০ সালের ১৪ জুন বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঠিক ৫ দিন আগে সুশান্তের সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু হয়। তার মৃত্যুও স্বাভাবিক ছিল না। সেই রহস্যজনক মৃত্যুকে 'আত্মহত্যা' বলছেন কেউ কেউ। রহস্য রয়েছে দুটি মৃত্যু নিয়েই।
কিনারা হয়নি একটিরও। এখন বিচার চান তাদের পরিচারের আপনজনরা। সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্ব সামলাচ্ছে সিবিআই। দিশার মামলাটি পৌঁছেছে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে। তাকে চিঠি লিখেছেন দিশার বাবা-মা। বলেছেন, বিচার না পেলে আত্মহত্যার পথই বেছে নেবেন তাঁরা।
চিঠিতে লেখা, মেয়ের মৃত্যুর পর ভেঙে পড়েছি আমরা। ও চলে যাওয়ার পর থেকেই নারায়ণ রানে ও তার ছেলে নীতেশ রানে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। ওরা সবসময় আমাদের মেয়েকে নিয়ে ভুলভাল কথা বলে। মিডিয়াতে ওকে বদনাম করার চেষ্টা করে। আমাদের সন্তানের মৃত্যুকে সুশান্তের মৃত্যুর সঙ্গে জুড়ে তামাশা তৈরি করার চেষ্টা করে।
নারায়ণ রানে ও হীতেশ রানের বিরুদ্ধে মামলাও করেছেন দিশা সালিয়ানের বাবা-মা। মিডিয়াতেও তারা বলেছেন, নারায়ণ রানে ও নীতেশ রানের এত কথা বলার দরকার নেই। আমরা জানি আমাদের কন্যা কেন মারা গিয়েছে।
এই ঘটনার পরও ওই দুই ব্যক্তি দিশাকে নিয়ে বদনাম করতে পিছ না হয়নি। ক্রমাগত তার নাম নিয়েই চলেছে। এই অবস্থায় রাষ্ট্রপতিকে চিঠি লিখতে বাধ্য হয়েছেন দিশার বাবা-মা।