আজও রাজধানীতে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
গত রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছিল। আজ সোমবারও ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ৫৪ মিনিটে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।