ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৯:৪০:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে: পলক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষার্থীদের  তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। তথ্যপ্রযুক্তির জ্ঞান আহরণ করে দেশেকে এগিয়ে নিয়ে হবে তাদের।

আজ বুধবার তিনি আইসিটি বিভাগের বাস্তবায়িত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ও রামদী ইউনিয়ন পরিষদে স্থাপিত ইনফো সরকার-৩ প্রকল্প ও কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় স্থাপিত সার্ভার রুম এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম ও ছয়সুতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আইসিটি বিষয়ে শিক্ষাদান পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন। 

তিনি ল্যাপটপের যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি জ্ঞান আহরণ করে আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।