ট্রেন্ডিং গুজব থেকে দূরে থাকুন: অভিষেকের স্ত্রী
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৩০ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি।
দুই বাংলায় জনপ্রিয় চিত্রনায়ক অভিষেক চট্টোপাধ্যায় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে। গত ২৪ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এদিকে এই টালিউড অভিনেতার মৃত্যুর এক সপ্তাহ না যেতেই তার পরিবারের আর্থিক সংকটের খবর বেরিয়েছে।
বলা হয়, প্রয়াত অভিনেতার পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন বেশ কয়েকজন নামি তারকা। আর এই পর্যায়ে শোক কাটিয়ে উঠতে না উঠতেই এসব খবরে ক্ষুব্ধ হয়েছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিয়ে অভিষেকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। লেখার শুরুতেই অনুরোধ জানিয়ে সংযুক্তা চ্যাটার্জি লেখেন, ‘এই কঠিন সময়ে সাইনা (মেয়ে) ও আমাকে একটু পার্সোনাল স্পেস দিন। এই শোকে আমাদের একটু একা থাকতে দিন।’
অর্থ কষ্টে থাকার খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গুজব রটেছে, দয়া করে তা বিশ্বাস করবেন না। অভিষেক অসাধারণ একজন মানুষ ছিলেন। সে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করেই গেছে। তার কাছে পরিবারই সব ছিল। অভিষেকের অবর্তমানে আমাদের যাতে কোনো কষ্ট না হয়, সেই বিষয়টি সে নিশ্চিত করে গেছে।’
সংযুক্তা উল্লেখ করেন, ‘অভিষেকের কঠোর নীতিবোধ ছিল। সে জীবনে কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চায়নি। এই মুহূর্তে তার সেই নীতিগুলোকে মর্যাদা জানানো উচিত।’
তিনি যোগ করেন, ‘আমি নিজেও আর্থিকভাবে স্বাবলম্বী। বর্তমানে আমি যুক্তরাজ্যভিত্তিক একটি ফিনটেস সংস্থায় কর্মরত আছি। আর তাই অভিষেকের পরিবারের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। তার কোনো প্রাক্তন সহকর্মীও সাহায্যের প্রস্তাব নিয়ে আসেননি। এসবই মিথ্যা খবর।
অভিষেকের চরিত্রে কখনো দাগ লাগেনি। এই ধরনের খবরে তার আত্মা কষ্ট পাবে। দয়া করে, আমরা অভিষেককে একজন অসাধারণ মানুষ হিসেবে মনে রাখি। আমরা যাতে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারি, তার জন্য আপনাদের কাছে এই একটাই অনুরোধ। ট্রেন্ডিং গুজব থেকে দূরে থাকুন।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।