ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২৩:২৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুচিত্রা সেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে উৎসব, উদ্বোধনে মৌসুমী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু কালজয়ী সিনেমা। কোটি ভক্তের এই স্বপ্নের নায়িকার জন্মদিন আগামী ৬ এপ্রিল।

সে উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব। নিউইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন হলে অনুষ্ঠিত হচ্ছে এটি। সেখানকার স্থানীয় সময় ৩০ মার্চ উৎসবটির উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী উৎসব শেষ হবে ৩১ মার্চ।

সুচিত্রা সেনকে নিয়ে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। এরপর নায়িকা বলেন, ‘বাংলাদেশের পাবনায় জন্ম নেয়া সুচিত্রা সেন আমাদের গর্ব। তিনি কোন দেশে জন্ম নিয়েছেন আর কোন দেশে বেড়ে উঠেছেন, এসবের উর্ধ্বে তিনি বাংলাভাষী মানুষের প্রিয় নায়িকা। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ।’

জানা গেছে, এই উৎসবের আয়োজন করেছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, অভিনয়শিল্পী রেখা আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক মনজুর আহমদ, কমিউনিটি নেতা নাসির খান পল প্রমুখ।

উল্লেখ্য, সুচিত্রা সেনের আসল নাম রমা দাশগুপ্ত। তিনি বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমার মাধ্যমে তিনি রূপালি ভুবনে আত্মপ্রকাশ করেন। যদিও সিনেমাটি মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাত নম্বর কয়েদী’। এটি ১৯৫৩ সালে মুক্তি পেয়েছিল।

ওই বছরই তিনি উত্তম কুমারের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমায় জুটি বাঁধেন। তারা একসঙ্গে ত্রিশটি সিনেমায় অভিনয় করে বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ জুটি হিসেবে খ্যাতি পান।

২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতায় ৮২ বছর বয়সে মারা যান সুচিত্রা সেন। এর আগে ১৯৭৮ সালেই তিনি সিনেমা থেকে অবসর নেন এবং নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান।