দেশের মানুষ না খেয়ে আছে : আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৩ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দেশও নিরাপদে নেই, দেশের মানুষও নিরাপদে নেই। দেশও না খেয়ে আছে, দেশের মানুষও না খেয়ে আছে। দেশে কোনো গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। চারদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার। দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকার পতন ছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় নেই।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বাগেরহাট জেলা মহিলা দল অয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি তৌফিকা কালামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নেওয়াজ হালিমা আরলী, সহসাধারণ সম্পাদক ফিরোজা বুলবুল কলি, বাগেরহাট জলো বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী তছলিমা খাতুন ছন্দা, ফারিয়া আক্তার,বাগেরহাট জেলা মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার প্রমুখ।
কর্মী সম্মেলনে বাগেরহাট জেলা, বিভিন্ন উপজেলা, বাগেরহাট পৌরসভাসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।