এবারও খালেদা জিয়াকে ছাড়াই বিএনপির ইফতার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাসে আলেম, ওলামা ও এতিমসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি।
প্রতি বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্যোগের এসব ইফতারের আয়োজন করা হয়। তবে গত ৪ বছরের ন্যায় এবারও বেগম খালেদা জিয়াকে ছাড়াই ইফতারের আয়োজন করছে দলটি।
এদিকে এবছর ইফতার মাহফিল সংক্ষিপ্ত করা হয়েছে। এই রমজানে ৪টি ইফতার মাহফিল করার উদ্যোগ নিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্তে নেয়া হয়।
দলটি পহেলা রমজানে রাজধানীর লেডিস ক্লাবে আলেম, ওলামা ও এতিমদের সম্মানের ইফতার মাহফিলের আয়োজন করবে। এছাড়া আগামী ১২ এপ্রিল কূটনৈতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে, ২০ এপ্রিল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে হোটেল লেক শো'রে এবং ২৮ এপ্রিল পেশাজীবীদের সন্মানে লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী হন বিএনপি চেয়ারপারসন। ঐ বছরে প্রথম তার অনুপস্থিতিতে ইফতার আয়োজন করে বিএনপি। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০২০ সালে ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন। এরপর পাঁচ দফায় দুই বছরে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় রয়েছেন। তবে বেগম জিয়াকে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে থাকার অনুমতি দেয়া হয়েছে। শর্ত অনুযায়ী, মুক্ত থাকার সময়ে তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না।