আপিলের নির্দেশ খালেদা জিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ঘোষিত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, রায় ঘোষণার পর খালেদা জিয়া তার আইনজীবীদের সঙ্গে দেখা করে এ নির্দেশ দিয়েছেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা রায়ের সার্টিফায়েড কপি পেতে আবেদন করেছি। আগামী রোববার আপিল করব বলে অাশা করছি।’
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি তাকে (খালেদা জিয়া) নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমা বেগমকে সাহায্যকারী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া তারেক রহমানসহ অন্য চারজনের ১০ বছরের কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।