খালেদার সঙ্গে স্বজনরা দেখা করেছেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:০১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৮:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্বজনেরা। তারা প্রায় ৫৫ মিনিট মিসেস জিয়ার সঙ্গে একান্তে কথা বলেন। আজ শুক্রবার বিকেল ৪টার পর তারা ভেতরে প্রবেশ করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ‘বিকেল সোয়া ৪টায় ওই চারজন অনুমতিক্রমে ভেতরে যান এবং সন্ধ্যায় বের হয়ে এসেছেন।’
খালেদা জিয়ার স্বজনদের বাসা থেকে কারাফটকে নিয়ে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তিনি জানান, স্বজনদের সঙ্গে ৫৫ মিনিট কথা বলেন বিএনপির চেয়ারপারসন।
খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী ও ছেলে দেখা করতে যান। শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটে কারাগার থেকে বের হন তারা। এরপরই বংশাল রোড দিয়ে তারা চলে যান।
শুক্রবার বিকেল ৩টার দিকে একটি গাড়িযোগে কারাগারের ফটকে যান স্বজনেরা। তাদের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ।
মীর হেলাল জানান, স্বজনদের বিএনপি চেয়ারপারসন জানিয়েছেন তিনি ভালো আছেন ও সুস্থ আছেন। তিনি আরো জানান, এ বিষয়ে বিস্তারিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপরই তাকে কারাগারে নেওয়া হয়।