গরমের দিনের রোজায় পানিশূন্যতা মুক্ত থাকার ৭ উপায়
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১১ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
রোজার সময়ে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়। এ কারণে এমনিতেই মানুষ পানিশূণ্যতাসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারেন। তার ওপর এ বছর চৈত্র মাসের দীর্ঘ ও উত্তপ্ত দিনের বেলা রোজা রাখতে গিয়ে পনিশূন্যতায় ভোগার আশঙ্কা বেশি থাকবে। খবর বিবিসির।পানিশূন্যতার কারণে হার্ট রেট কিংবা প্রেশার কমে গুরুতর বিপত্তি হতে পারে।
“যারা রোজা পালন করেন তাদের রোজা পালনের সঙ্গে সঙ্গে পানিশূন্যতা যেন কোনো ভাবে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বয়স্কদের। নিয়মমতো যথেষ্ট পানি পান করলে তারা এ সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন,” বলছিলেন তিনি।
চিকিৎসক সাজ্জাদ হোসেন ও পুষ্টিবিদ রুবাইয়া রীতি পানিশূন্যতা থেকে মুক্ত থাকার জন্য করনীয় সম্পর্কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।
#.ইফতার ও সেহরির মধ্যকার সময়ে পর্যাপ্ত পানি পান করা
#. সহজে হজম হয় এমন খাবার খাওয়া
#.ইফতারে ফলের রস ও ফলের পরিমাণ বেশি রাখা
#.সরাসরি রোদে না যাওয়া
#. অতিরিক্ত খাবার না খাওয়া
#.প্রয়োজনে ডাবের পানি বা খাবার স্যালাইন পান করা
#.হালকা শরীর চর্চা করা