ঢাকা, শনিবার ১৬, নভেম্বর ২০২৪ ২২:০৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জেনে নিন কিভাবে বানাবেন মজাদার কুমড়ানি

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ইফতারে পিয়াজি, বেগুনি, আলুর চপ রাখা বেশ প্রচলিত একটি প্রথা। বাজারে এ সময় বেগুণের দামে আগুন। মাহে রমজানে খুব কম খরচে বেগুনির পরিবর্তে বানাতে পারেন মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি। 

এদিকে দেশের প্রধারমন্ত্রী সম্প্রতি জনগণকে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তৈরির পরামর্শ দিয়েছেন। চাইলে বেগুনের পরিবর্তে আপনিও মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করতে পারেন মজাদার কুমড়ানি। 

জেনে নিন এর সহজ রেসিপি:

উপকরণ: ১. ‏কুমড়া পরিমাণমতো (পাতলা স্লাইস) ২. ‏বেসন ১ কাপ ৩. ‏চালের গুঁড়া ১ টেবিল চামচ ৪. ‏কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ ৫. ‏লবণ পরিমাণমতো ৬. ‏আদা বাটা আধা চা চামচ ৭. ‏রসুন বাটা আধা চা চামচ ৮. ‏ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ ৯. ‏ভাজা ধনিয়া গুঁড়া আধা চা চামচ ১০. শুকনো মরিচের গুঁড়া ১ চা চামচ ও ১১. তেল।‏

পদ্ধতি: প্রথমে কুমড়ার একিটি লম্বা টুকরো করে নিন। তারপর তা ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিন। খুব বেশি মোটা স্লাইস করবেন না। তাহলে ভালো সেদ্ধ হবে না। আর ভাজার সময়ও বেশি তেল শুষে নেবে।

এবার কুমড়ানির ব্যাটার তৈরির জন্য একটি পাত্রে বেসন, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, আদা- রসুন বাটা, টালা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া ও তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।

এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না। এই মিশ্রণ অন্তত ১০-১৫ মিনিট রেখে দিন ঢেকে। এবার কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে গরম হতে দিন। তেল ভালোমতো গরম হয়ে গেলে একটা করে কুমড়ার স্লাইস নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিন।

৩-৪টি স্লাইস একসঙ্গে ভাঁজতে পারেন। কিছুক্ষণের মধ্যেই কুমড়ানি যখন ফুলে উঠবে, তখনই চামচ দিয়ে একটু একটু করে গরম তেল নিয়ে কুমড়ানির উপরে ঢেলে দিতে হবে। এতে করে সেগুলো আরও ফুলে উঠবে।

এবার এক পিঠ উল্টিয়ে অপর পিঠ মৃদু আঁচে ভেজে নিন। মচমচে করতে অল্প আঁচে একটু বেশি সময় নিয়ে লালচে করে কুমড়ানি ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে উপর থেকে হালকা মরিচ গুঁড়া ও বিট লবণের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। ইফতারে বেগুনির পরিবর্তে রাখতে পারেন সুস্বাদু কুমড়ানি।