ঢাকা, রবিবার ১৭, নভেম্বর ২০২৪ ১৪:৪৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পিরোজপুরে বোরো ক্ষেত এখন সবুজের সমারোহ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুর জেলার দিগন্ত বিস্তৃত বোরো ক্ষেতে এখন সবুজের সমারোহ। ধানের শীষের দোল দেখে কৃষকরা আশায় বুক বেঁধেছে। সেই সাথে চলছে ধানের ক্ষেত নিরানীসহ অন্যান্য পরিচর্যার কাজ। 

পিরোজপুরে এ মৌসুমে ২৬ হাজার ৭০ হেক্টরে বোরো চাষ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিডের চাষ হয়েছে ১৪ হাজার ১৯৩ হেক্টরে, উফশী ১১ হাজার ৮২৫  হেক্টরে এবং স্থানীয় জাতের বোরো চাষ হয়েছে ৫২ হেক্টরে। বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৯৩১ মেট্রিক টন।

বোরো চাষে চাষিদের আগ্রহ সৃষ্টি ও বোরোর উৎপাদন বৃদ্ধির লক্ষে ২৪ হাজার বিঘায় প্রণোদনা দেয়া হয়েছে। এর মধ্যে হাইব্রিড ২১ হাজার এবং উফশী ৩ হাজার হেক্টর রয়েছে। 

হাইব্রিড জাতের বোরো ধানচাষিদের প্রতি বিঘার জন্য ২ কেজি বীজ ধান এবং উফশী জাতের বোরো চাষিদের প্রতি বিঘার জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার জানান, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের মাঠে দৃষ্টিনন্দন ধানের শীষ সকলের নজর কেড়েছে। আগামী ১ মাস ঝড় ঝঞ্জা না হলে বোরো চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে। 

পিরোজপুর সদর উপজেলার রায়েরকাঠী গ্রামের বোরো চাষি  রতন ঢালী জানান, বীজ, সারাসহ বিভিন্ন উপকরণ প্রণোদনা হিসেবে সরকার প্রদান করায় এবং কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে এসে চাষিদের পরামর্শ দেয়ায় বোরো ধান আবাদে উৎসাহ সৃষ্টি হচ্ছে।