ফুটপাতের দোকানে জমে উঠেছে ঈদের কেনাবেচা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৪ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ঈদ উপলক্ষে ইতোমধ্যে রাজধানীর অভিজাত মার্কেটের পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের বাজার। নিম্ন ও স্বল্প আয়ের মানুষ ঈদ কেনাকাটা সারছেন ফুটপাত থেকে। এবার কেনাবেচা তুলনামূলক ভালো হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ঈদের কেনাকাটায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের জন্য একরকম আশীর্বাদ রাজধানীর ফুটপাতের বাজার। হকারদের হাঁকডাকে প্রতিটি ফুটপাতের দোকানে জমে উঠেছে ঈদের কেনাবেচা।
এসব দোকানগুলোতে প্রায় সব কিছুই পাওয়া যায়; তার মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মেয়েদের থ্রি-পিস এবং বিভিন্ন ধরনের কসমেটিকসহ সাধ্যের মধ্যে সব পণ্য।
এক ক্রেতা বলেন, দুইটা টপস নিয়েছি। ২০০ টাকা করে চার শ’ টাকা নিয়েছে। যদি ব্র্যান্ডের থেকে নিতাম তাহলে একেকটা ১৫০০ টাকা করে পড়ে যেত।
আরেক ক্রেতা বলেন, কাপড়ের মান ভালো আছে। অনেক সময় ভালো পাওয়া যায়, অনেক সময় ডিফেক্ট পাওয়া যায়।
অপর ক্রেতা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়-মার্কেট ও ফুটপাতের কাপড়ের কোয়ালিটি প্রায় একই। কিন্তু মার্কেটে দোকান সাজানো দেখে মনে হয় গর্জিয়াস। কিন্তু আসলে মানটা এখানে ভালো।
এক নারী ক্রেতা বলেন, প্রতি বছরের তুলনায় এ বছরের দামটা একটু বেশি।
দাম তুলনামূলক কম হওয়ায় মধ্যম আয়ের ক্রেতারা ফুটপাতমুখী হচ্ছেন বলে জানান বিক্রেতারা।
এক বিক্রেতা বলেন, মার্কেটে দোকান ভাড়া বেশি। আমাদের এখানে দোকান ভাড়া কম। আমরা একটু কম দামে বিক্রি করি।
অপর বিক্রেতা বলেন, বাচ্চা-বড় বিভিন্ন বয়সী ক্রেতা আসেন।
আরেক বিক্রেতা বলেন, আজকে মোটামুটি কিছু ক্রেতা এসেছে।
মাঝে মাঝে বিত্তবানদেরও ফুটপাত থেকে কাপড়চোপড় কিনতে দেখা যায়। সব মিলিয়ে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জায়গা এ ফুটপাতের দোকানগুলো।