আরো ৩ মামলায় খালেদা জিয়া গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৯:০৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
কুমিল্লায় পেট্রোল বোমায় মানুষ নিহতের ঘটনাসহ তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতোমধ্যে পরোয়ানার কপি হাতে এসেছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন গণমাধ্যমকে জানান, তিনটি মামলায় কারাবন্দি প্রাক্তন এ প্রধানমন্ত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা পরবর্তী ব্যবস্থা নেবেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। একটি মামলায় অর্থাৎ বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ রয়েছে। ওই মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে, শাহবাগ ও তেজগাঁও থানার অন্য দুই মামলায়ও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।