ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১২:৫৩:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রবীন্দ্র পুরস্কারে ভূষিত ড. আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ এ ভূষিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট রবীন্দ্রগবেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
এ দিন পুরস্কার হিসেবে সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার চেক ড. আতিউর রহমানের হাতে তুলে দেওয়া হয়।

স্বাগত বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ড. আতিউর রহমানের গবেষণা থেকে আমরা রবীন্দ্রনাথের আর্থসামাজিক ভাবনা এবং মানব-হিতৈষণা সম্পর্কে বিশদ ধারণা লাভ করি।

তিনি বলেন, রবীন্দ্র-গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। আতিউর রহমানসহ এ পর্যন্ত ২৪ জন গুণী ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে ড. আতিউর রহমান বলেন, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার-প্রাপ্তি জীবনের বিশেষ অর্জন। এ পুরস্কার রবীন্দ্রগবেষণা ও চর্চায় আরও নিবিড়ভাবে নিবিষ্ট হওয়ার প্রেরণা যোগাবে।


বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক।