আজ বিকেলে খালেদার রায়ের অনুলিপি পৌঁছাতে পারে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:০৮ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ের অনুলিপি আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ পৌঁছাতে পারে।
বৃহস্পতিবার রায় প্রদানকারী আদালত সূত্র এমনটি জানিয়েছেন। তারা বলেছেন, অনুলিপির কাজ চলছে। তবে তা সম্পূর্ণ প্রস্তুত হতে বিকেল ৪টা থেকে ৫টা বাজতে পারে। তবে এর মধ্যে যদি অনুলিপিসংশ্লিষ্ট কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আরো সময় লাগতে পারে।
এদিকে অনুলিপি পেতে বৃহস্পতিবার ৪টা বা ৫টা বাজলে বৃহস্পতিবার আর খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আপিল দাখিল করা সম্ভব হচ্ছে না। ফলে তাকে আগামী রোববার পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার পর ওই দিনই খালেদা জিয়ার পক্ষে রায়ের অনুলিপি চেয়ে আবেদন করা হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুলিপির জন্য ৩ হাজার পৃষ্ঠার কোর্টফোলিও আদালতে দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।