ঢাকা, রবিবার ১৭, নভেম্বর ২০২৪ ১০:২৮:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে, ঝুঁকিতে সবকটি হাওর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। পানি বাড়ার ফলে সবকটি হাওর ঝুঁকির মধ্যে রয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে রোববার (১৭ এপ্রিল) রাত থেকে দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। এতে ৩০০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত সুরমার পানির সমতল ৫.৯৬ মিটার যা বিপৎসীমার দশমিক ৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে যেকোনো সময় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে যেতে পারে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, হুরামন্দিরা হাওরে এক হাজার হেক্টর জমি রয়েছে। আজকে পর্যন্ত এ হাওরে ৮০ ভাগ ধান কাটা শেষ, বাকিগুলো দ্রুত হারভেস্টার মেশিন দিয়ে কাটা হবে।