ক্রোমের জন্য নতুন সিকিউরিটি আপডেট আনলো গুগল
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৮ এএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ক্রোম ব্রাউজারের ১০০তম ভার্সন উন্মুক্তের অংশ হিসেবে নতুন সিকিউরিটি আপডেট এনেছে গুগল।বর্তমানে প্রযুক্তি জগতে সবচেয়ে বেশি উন্মুক্ত থাকা হাই সেভেরিটি জিরো ডে ভালনারেবিলিটির জন্য এ আপডেট আনা হয়েছে। বাগটি ক্রোমের ভিএইট জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের জন্য ক্ষতিকর। রিডিং বা রাইটিংয়ের জন্য নির্দিষ্ট বাফার সীমানা পার হলে বাগটি ব্রাউজারকে জোরপূর্বক বন্ধ করে দেয় বা ক্র্যাশ করায়। এর মাধ্যমে সাইবার হামলাকারীরা ক্ষতিকর কোড পরিচালনায় সক্ষম।
বিশ্বে প্রায় ৩.২ বিলিয়ন মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। সম্প্রতি গুগলের পক্ষ থেকে তাদের উদ্দেশে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। সংস্থার দাবি, সম্প্রতি একগুচ্ছ নতুন বাগ-এর সন্ধান পাওয়া গিয়েছে। এর ফলে হ্যাকারা যে কোনো ডিভাইসে হানাদারি চালাতে পারে বলে আশঙ্কা। আর তার ফলে নানারকম সমস্যায় পড়তে পারেন ক্রোম ব্যবহারকারীরা।