ঢাকা, শনিবার ১৬, নভেম্বর ২০২৪ ১৯:০০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইফতারে রাখুন প্রাণ জুড়ানো তেঁতুলের শরবত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রোজদাররা ইফতারে নানা রকম শরবত খেয়ে থাকেন। এতে সহজেই শরীরে প্রশান্তি চলে আসে। সেই সঙ্গে বাড়ে কর্মশক্তিও। আজ স্বাস্থ্যকর শরবতের তালিকায় রাখতে পারেন এক গ্লাস শীতল তেঁতুলের শরবত।
এই শরবত ইফতারে আপনার জন্য হবে প্রশান্তির অপর নাম। তেঁতুলের শরবত তৈরি করাও বেশ সহজ। খেতেও সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক তেঁতুলের শরবত তৈরির রেসিপিটি-  

উপকরণ: হাতের মুঠোয় রাখা যাবে এমন ছোট বলের আকৃতির পরিমাণ তেঁতুল, ৩-৪ চা চামচ লবণ, পাঁচ কাপ পানি, সিকি চা চামচ বিট লবণ, সিকি চা চামচ ভাজা জিরা গুঁড়া, সিকি চা চামচ তেল, সিকি চা চামচ সরিষা দানা, একটি বড় শুকনা মরিচ।

প্রণালী: একটি পাত্রে পানি, তেঁতুল এবং লবণ একসঙ্গে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর হাতের সাহায্যে তেঁতুল চটকে নিতে হবে। পানিতে তেঁতুল আরো ১৫ মিনিট রেখে দেওয়ার পর ছেঁকে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে সরিষা দানা ও শুকনা মরিচ ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এতে তেঁতুল পানি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে বিট লবণ ও জিরা গুঁড়া দিয়ে হালকা জ্বাল দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ বা চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর পর ঘরোয়া তাপমাত্রায় আসলে ফ্রিজে রাখতে হবে। ইফতারের সময়ে বরফের টুকরা সহকারে পরিবেশন করতে হবে।