ঈদের কেনাকাটায় নারীরা ছুটছেন প্রসাধনীর দোকানে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
যেকোনো উৎসবে নিজেকে পরিপাটি রূপ দিতে পছন্দ করেন নারীরা। তাই জামা-জুতার পাশাপাশি চাই প্রসাধনীও। ঈদেও তার ব্যতিক্রম হয় না। তাই বিভিন্ন বয়সী নারীরা ছুটছেন কসমেটিকসের দোকানগুলোতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামা ও জুতার সাথে ম্যাচিং করে লিপস্টিক, নেইলপলিস আর মেকাপের অন্যান্য অনুষঙ্গ কিনতে নারীদের প্রসাধনী দোকানে দেখা গেছে। নামিদামি মার্কেট, সুপারশপ থেকে শুরু করে ফুটপাতেও পসরা সাজিয়ে চলে প্রসাধনী বেচাকেনা।
এদিকে করোনার স্থবির সময়কে কাটিয়ে ভালো বিক্রি হওয়ায় খুশি বিক্রেতারা। তবে ঈদে সব ধরনের পণ্যেরই দাম বৃদ্ধির অভিযোগ ক্রেতাদের।
বিক্রেতারা জানান, সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে পার্লার আইটেম থেকে শুরু করে রেখেছেন সব ধরনের মেকাপের আইটেম।
তবে ঈদকে কেন্দ্র বাজারে সয়লাব চকবাজারের নকল প্রসাধনী।