ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২০:২২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাসপাতালে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন মাধবী মুখোপাধ্যায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৮০ বছর বয়েসী মাধবীর বিভিন্ন পরীক্ষানিরীক্ষা শুরু করেছেন ডাক্তাররা।

মাধবী মুখোপাধ্যায়ের কন্যা মিমি ভট্টাচার্য সংবাদমাধ্যমটিকে বলেন—‘কোভিডের জন্য এতদিন মাকে হাসপাতালে নিয়ে ঠিকমতো পরীক্ষা করাতে পারিনি। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করিয়েছি।’

দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতার ভুগছেন মাধবী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়েও সমস্যা রয়েছে। এ ছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও রয়েছে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী। শিশির ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী, ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পান এই অভিনেত্রী। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের সিনেমায় কাজ করেছেন তিনি।


দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করেছেন মাধবী। তবে বিশ্ব চলচ্চিত্র তাকে বেশি মনে করে সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ হিসেবে। তা ছাড়াও ‘বাইশে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা গড়েন মাধবী।