ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ২১:৩০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুহিতের সরলতা ও সাহসিকতা সব মহলে প্রশংসিত: রওশন 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় রওশন এরশাদ বলেন, ‘শিক্ষা, সরকারি চাকরি, রাজনীতি, অর্থনীতি, সাহিত্য সব মিলিয়ে বর্ণাঢ্য জীবনের অধিকারী আবুল মাল আবদুল মুহিত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ভাষা সংগ্রামেও অংশ নিয়েছেন। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার বাজেট পেশ করে অনন্য নজির স্থাপন করেছেন সাবেক এ অর্থমন্ত্রী। একজন বিদগ্ধ অর্থনীতিবিদ হিসেবে আবুল মাল আবদুল মুহিত দেশের জন্য বড় অবদান রেখেছেন।’


বিরোধী দলীয় নেতা আরও বলেন, স্বাধীনতা পুরস্কারে ভূষিত আবুল মাল আবদুল মুহিত ছিলেন অফুরন্ত জীবনীশক্তির অধিকারী, প্রাণবন্ত মানুষ। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল। তার সরলতা ও সাহসিকতা সব মহলে প্রশংসিত। আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।’

এসময় রওশন এরশাদ মরহুম আবুল মাল আবদুল মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।