৮ বিভাগেই বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন সারাদেশের তাপমাত্রার তুলনামূলক অনেক বেশি ছিল। কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে গেছে দাবদাহ। তবে এবার তাপমাত্রা কমতে শুরু করেছে। বাড়ছে দেশব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা।
রোববার সকাল ০৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সন্দীপ, সীতাকুণ্ড, রাঙামাটিতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোপরি রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা, ফরিদপুরেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ঢাকার চেয়ে ফরিদপুরে বেশি বৃষ্টিপাত হবে। আগামী ৪ মে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকতে পারে।