নিউমার্কেটে সংঘর্ষের সূত্রপাতকারী ৩ শিক্ষার্থী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪১ এএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন—মো. মোয়াজ্জেম হোসেন সজীব, মেহেদী হাসান বাপ্পি ও মো. মাহমুদুল হাসান সিয়াম। এসব শিক্ষার্থী নিউমার্কেটে সংঘর্ষের সূত্রপাত করেছিলেন বলে অভিযোগ আছে।
শুক্রবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন শুনানি শেষে ওই তিনজনকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
শুক্রবার তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। নিউমার্কেটে সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলায় সিয়ামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. তারিকুল আলম জুয়েল।
সিয়ামের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বাপ্পি ও সজীবের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। দুই আসামির পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
৪ মে রাতে শরীয়তপুর ও কক্সবাজার থেকে সজীব, বাপ্পি ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়।