ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৭:৪৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রেকর্ড দামে বিক্রি মেরিলিন মনরোকে নিয়ে আকাঁ ছবি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ১০ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

হলিউডের আইকনিক শিল্পী মেরিলিন মনরো। তাকে নিয়ে আঁকা একটি ছবি বিক্রি হয়েছে ১৯৫ মিলিয়ন ডলারে। অ্যান্ডি ওয়ারহোলের শিল্পকর্মটিকে বিংশ শতাব্দীতে বিক্রি হওয়া সবচেয়ে দামী শিল্পকর্ম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

৪০ বর্গইঞ্চি আকারের শিল্পকর্মটির নাম ‘Shot Sage Blue Marilyn’। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে শিল্পকর্মটি বিক্রি হয়। 

বিক্রির আগে একাধিক জাদুঘরে শোভা বাড়িয়েছিল বিখ্যাত এই শিল্পকর্ম। 

১৯৬৪ সালে ছবিটি এঁকেছিলেন ওয়ারহোল। মেরিলিনের বিখ্যাত একটি ছবিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তিনি শিল্পকর্মটি সৃষ্টি করেন। এটিকে আমেরিকার সবচেয়ে দামী শিল্পকর্মও বলা হচ্ছে। শিল্পকর্মটি মূলত বিক্রি হয়েছে ১৭০ মিলিয়ন ডলারে। তবে কর ও ফি মিলিয়ে শিল্পকর্মটির দাম দাঁড়ায় ১৯৫ মিলিয়ন ডলারে।
সূত্র : বিবিসি