ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৭:৩৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদে অনবদ্য মেহজাবীন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদ শেষ হলেও ঈদের আমেজ এখনো শেষ হয়নি, রেশ রয়ে গিয়েছে। বরাবরের মত এবারের ঈদেও অনবদ্য অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন ছোট পর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন আবার গড়ছেন। এবারের ঈদে মেহজাবীন অভিনীত ১৩টি নাটক রয়েছে প্রচারের অপেক্ষায়, এরমধ্যে ১১টির মত প্রচারে এসেছে আর বাকি রয়েছে দুটি। 
প্রচারে আসা বেশ কিছু নাটক নিয়েই ইতোমধ্যে দর্শকমহলে চলছে তুমুল আলোচনা। এরমধ্যে রয়েছে ভিকি জাহেদ পরিচালিত ‘ঘুণ’, ‘শেষ দেখা’ ও ‘চম্পা হাউজ’। ‘ঘুণ’ নাটকে মেহজাবীনের সাবলীল ও নজরকাড়া অভিনয় এবং উপস্থিতি দর্শককে মোহিত করেছে, সেইসঙ্গে ‘শেষ দেখা’ নিয়েও চলছে নানা প্রশংসা। তবে একটু বেশি-ই আলোচনা দেখা গেলো এই অভিনেত্রীর ‘চম্পা হাউজ’ নাটকটি নিয়ে। চেনা গণ্ডির বাইরে গিয়ে একটু অন্যরকমভাবেই দেখা দিয়েছেন এখানে। 
 
প্রথমবারের মত ভৌতিক গল্পে কাজ করেছেন তিনি। সহজাত চরিত্র থেকে বেরিয়ে তার এই ট্রান্সফরমেশন দর্শকের চোখে আরাম দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এটার দ্বিতীয় পর্ব আসবে নাকি!

এছাড়াও শিহাব শাহীনের ‘মিম্মি’, মহিদুল মহিমের ‘উড়ো প্রেম’, প্রবীর রায় চৌধুরীর ‘লাভ ভার্সেস ক্রাশ ২’, ইমরাউল রাফাতের ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ তে মেহজাবীনের অভিনয় নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসাসূচক মন্তব্য লক্ষ্য করা গেছে। অধিকাংশ মন্তব্যেই প্রশংসার ফুলঝুরি। যেমন নির্মাণশৈলির প্রশংসা দেখা যাচ্ছে, তেমনি মেহজাবীনের অভিনয়ের।

সুদূর কানাডা থেকে একজন লিখেন, কি আশ্চর্যজনক নাটক। বাংলাদেশের নাটকগুলো অনেক ভালো এবং বিনোদনমূলকও। ব্যস্ত জীবনের পর এসব নাটক দেখা সত্যিকার অর্থেই সময় সাপেক্ষ। কানাডা থেকে অনেক উপভোগ করেছি।

‘চম্পা হাউজ’ নাটক নিয়ে একজন লিখেন, ওহ মাই গড!!!!! মনে হয় বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন কোন ভৌতিক চলচ্চিত্র দেখলাম যা সত্যিকার অর্থেই ভৌতানুভূতি দিল। অসাধারণ গল্প। অসাধারণ অভিনয়। শিউরে ওঠার মতো অসংখ্য দৃশ্য।

আরেকজন লিখেন, শেষ হয়েও হইলো না শেষ। এক কথায় অনবদ্য ছিল চম্পা হাউজ। আর মেহজাবিন আপু থেকে শুরু করে নিশোভাই সহ প্রত্যেকের অভিনয়শৈলী ছিল দেখার মত। চম্পা হাউজ ২ এর জন্য অপেক্ষায় থাকলাম।