হাসপাতালে ভর্তি ড. সনজীদা খাতুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৪ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
ছায়ানটের সভাপতি প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ড. সনজীদা খাতুন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত বলে জানা গেছে।
৯০ বছর বয়সী সনজীদা খাতুন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব। তিনি একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগীতজ্ঞ ও শিক্ষক।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি তিনি। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যও তিনি।
সনজীদা খাতুন প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দার সভাপতি এ শিল্পী ও গবেষক।
১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্ম হয়েছিল অনেক গুণে গুণান্বিত এই মানুষটির। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক, ১৯৫৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন সনজীদা। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে করেন পিএইচডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু।
কাজের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কার পেয়েছেন সনজীদা খাতুন। এর মধ্যে উল্লেখযোগ্য একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, রবীন্দ্র স্মৃতি পুরস্কার (পশ্চিমবঙ্গ)। ২০২১ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত করে।