সহজে তৈরি করুন মজাদার আমসত্ত্ব
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৫ মে ২০২২ বুধবার
প্রতীকী ছবি
এখন আমের মৌসুম চলছে। কম দামে বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যাচ্ছে। এখনই সময় আম দিয়ে বাহারি সব পদ তৈরি করার। আমের বিভিন্ন পদের মধ্যে আমসত্ত্ব অন্যতম।
অনেকেই আমের মৌসুমে আমসত্ত্ব তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করেন। চাইলে আপনিও খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার আমসত্ত্ব। জেনে নিন রেসিপি:
উপকরণ: ১. আম (কাঁচাপাকা) ২. চিনি ৩. গুড় ৪. সিরকা ও ৫. লবণ। এ সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।
পদ্ধতি: প্রথমে আম ছোট টুকরো করে কেটে নিন। তারপর চিনিসহ একসঙ্গে চুলায় দিয়ে জ্বাল করতে থাকুন। কিছুক্ষণ জ্বাল দেয়ার পর চিনি গলে আম ও চিনির মিশ্রণটা ঘন হয়ে যাবে। তখন পরিমাণমতো সিরকা দিয়ে দিতে হবে।
মিশ্রণটা যখন বেশ ঘন হবে এবং লালচেভাব দেখা যাবে তখন নামিয়ে তেল ব্রাশ করা ট্রেতে ঢেলে দিন। ভাতের চামচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন।
তবে ৭/৮ দিন রোদে দিলেই হয়ে যাবে। একটু পর পর আমসত্ত্ব কয়েকবার উল্টিয়ে দিতে হবে। যাতে দু পাশেই রোদ লাগে ও শুকিয়ে যায়। তারপর নিজের ইচ্ছেমতো আকৃতিতে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব।