ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৬:২৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১৪ বছর পর তারেক-জুবাইদার রিট শুনানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ২৯ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের রুল শুনানির কথা রয়েছে রোববার (২৯ মে)। দীর্ঘ ১৪ বছর পর মামলাটি বেঞ্চে রোববারের কার্যতালিকায় রয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি হবে।

অবৈধভাবে ৪ কোটি ৮১ লাখ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় তারেক রহমান ও স্ত্রী জোবাইদার বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করে দুদক। একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন।

রিটে জরুরি আইন ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন তারা। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর আর বিচারকাজ এগোয়নি।

গত ১৪ এপ্রিল মামলাটি চলতে বাধা নেই বলে রায় দেন উচ্চ আদালত। তবে একই বিষয়ে আরেকটি রিট বিচারাধীন থাকায় মামলার কার্যক্রম শুরু করা যায়নি।