ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের জরুরি বার্তা
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:০২ পিএম, ১ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি।
ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামের জরুরি বার্তা। রিলস গ্রাহকদের জন্য অ্যালগোরিদমে পরিবর্তন আনল ইনস্টাগ্রাম। এরপরেই গ্রাহকদের টিকটক ভিডিও প্ল্যাটফর্ম থেকে দূরে রাখার জন্য কোম্পানির তরফে ব্যবহারকারীদের কাছে জরুরি বার্তা দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রাম প্রধান জানিয়েছেন, ‘অন্যের তৈরি করা ভিডিও শেয়ার করার থেকে নিজের ভিডিও শেয়ার করলে অনেক বেশি কৃতিত্ব পাবেন। আমরা অরিজিনাল কনটেন্টকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য বদ্ধপরিকর। বিশেষ করে রিপোস্ট কনটেন্টের থেকে নতুন কনটেন্ট বেশি গুরুত্ব পাবে।’
যদিও সরাসরি টিকটকের নাম ব্যবহার করেননি ইনস্টাগ্রাম প্রধান। কিন্তু বার্তায় পরিষ্কার টিকটকের ভিডিও রিলসে শেয়ার করে আর বেশি ভিউ পাওয়া যাবে না। বদলে নিজের তৈরি ভিডিও আপলোডে গ্রাহকদের হোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এছাড়া শীঘ্রই ইনস্টাগ্রামে একগুচ্ছ নতুন ফিচার ও ট্যাগস হাজির হতে চলেছে।