ঢাকা, শনিবার ১৬, নভেম্বর ২০২৪ ১৪:৩৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কালোজামের যতো গুণ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ৮ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাম একটি সুস্বাদু গ্রীষ্মকালীন ফল যা ভিটামিন ও খনিজ পদার্থসমৃদ্ধ এবং এতে অনেক ঔষধি বৈশিষ্ট্য রয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। এই ফলের পুষ্টিগুণ অনেক দামি ফলকেও হার মানায়।

চলুন জেনে নেই জামের অসাধারণ কিছু পুষ্টিগুণ সর্ম্পকে।

▪️জামে থাকা ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম ও ভিটামিনগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে।

▪️ইনফেকশন ভালো করে

▪️হৃদরোগের ঝুঁকি কমায়

▪️হজম বা পরিপাকে সাহায্য করের

▪️ডায়াবেটিসের ঝুঁকি কমায়

▪️মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

▪️যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তারা নিয়মিত জাম খেতে পারেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে জামের জুড়ি নেই।

▪️যাদের কোনো কিছুই মুখে রোচে না, তারা রুচি ফিরিয়ে আনতে জাম খেতে পারেন

▪️দাঁত, চুল ও ত্বক সুন্দর করতে খেতে পারেন জাম। এর উপাদানগুলো ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায়।
দামি ফল বা খাবার মানেই যে পুষ্টিমান বেশি এমন ভাবা মোটেও যুক্তিযুক্ত না। আপনার আশেপাশে যে দেশীয় ফল আছে, বিশেষ করে যে মৌসুমে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করুন।