সীতাকুণ্ডের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৮ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা এবং আহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে দিতে বলা হয়েছে। এ ছাড়া দমকল বাহিনীকে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতেও নোটিশে বলা হয়েছে।
বুধবার (৮ জুন) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।
হুমায়ুন কবির পল্লব বলেন, নোটিশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক, বি এম কনটেইনার ডিপো কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ৯ জনকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ না করলে রিট আবেদন করা হবে। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আজ বুধবার পর্যন্ত ৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে ৮৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।