ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১:৫৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দাম বাড়তে পারে স্মার্টফোন ও ভোগ্যপণ্যের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়তে পারে। তবে সেক্ষেত্রে সুবিধা পাচ্ছে দেশীয় মোবাইল কোম্পানিগুলো। এছাড়াও নানা রকম ভো্যেপণ্যের দাম বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করছেন। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রস্তাবিত বাজেটে আরও যেসব পণ্যের দাম বাড়তে পারে সেই তালিকা নিচে দেওয়া হলো: বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য দ্রব্য, আমদানি করা ফল, ফুল, আমদানি করা ফার্নিচার, কসমেটিকস, সিগারেট, বিড়ি, তামাক, গুল, জর্দা, প্রাইভেটকার, আমদানি করা ফ্রিজ, এসি, আমদানি করা মোটরসাইকেল, চিজ ও গুঁড়ো দুধ।