ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৯:২০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ১৫ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুধবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান  এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বুধবার দুপুরে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত শুক্রবার থেকে ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

হঠাৎ অসুস্থ হওয়ায় খালেদা জিয়াকে গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। যার একটিতে রিং পরানো হয়েছে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন আর বাইরের চিকিৎসক আছেন ৯ জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শাহবুদ্দিন তালুকদার।

গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর এ নিয়ে খালেদা জিয়াকে পাঁচ দফা বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হলো। এর আগে ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেয়া হয়েছিল।