ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৩:০০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডাকাত চরিত্র ফুটিয়ে তোলা কষ্টকর ছিল: নওশাবা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

কাজী নওশাবা আহমেদ এ সময়ের বেশ জনপ্রিয় অভিনেত্রী। তাকে বাংলা নাটকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। শিগগিরই অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় একজন নারী ডাকাতের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিনেমাটির মুক্তি উপলক্ষে বুধবার (১৫ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগামীকাল শুক্রবার ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নওশাবা অভিনীত নতুন সিনেমা অমানুষ। 

অভিনেত্রী বলেন, যখন নির্মাতা মামুন ভাই 'অমানুষ'-এর জন্য বলেছিলেন তখন ভেবেছিলাম এটার ক্যারেক্টার কী হতে পারে? যখন তিনি বললেন- ডাকাত, তখন আমি একটু ভরকে গিয়েছিলাম।
 
কাজী নওশাবা বলেন, কারণ ফুলন দেবী ছাড়াতো নারী ডাকাতের উদাহরণ নেই আমাদের সামনে। তখন মামুন ভাই সাহস দিয়ে বললেন, নওশাবা আপনি আপনার মতো হবেন। আমি সত্যিই ভাগ্যবান। আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল অমানুষ নাটকের ডাকাত চরিত্রটি।

তিনি আরও যোগ করেন, ছোটবেলা থেকে শুনে এসেছি- মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু এই সিনেমা করার সময় বারবার মনে করতে হয়েছে অমানুষের মতো অমানুষ হতে হবে। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে।