মাটির বাড়ি গড়লেন ইংল্যান্ড ফেরত দম্পতি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রায় ২৮ বছর ইংল্যান্ডে থাকার পর দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন, ভারতের বেঙ্গালুরুর এক দম্পতি। কারণ আর কিছুই নয়, ওই দম্পতি পরিবেশবান্ধব বাড়িতে থাকতে চান। অন্তত এমনটাই দাবি বালাজি ও বাণী কন্ননের।
স্থানীয় একটি সংবাদ সংস্থাকে ওই দম্পতি জানিয়েছেন, ২০০৯ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। সন্তানের ডায়াপার, খেলনা ও প্লাস্টিকের দুধ খাওয়ার বোতল ইত্যাদি দেখে তাদের মনে হয় এই সবই পরিবেশের জন্য ক্ষতিকর। তাই তখন থেকেই তারা সিদ্ধান্ত নেন জীবনযাত্রায় বদল আনার। আর তা করতেই দেশে ফেরা।
অবশেষে ২০২০ সালে বেঙ্গালুরুতে ফিরে আসেন তারা। ২৪০০ বর্গফুটের একটি জমি কিনে তাতেই পরিবেশবান্ধব বাড়ি তৈরির সিদ্ধান্ত নেন তারা। বেঙ্গালুরুর একটি সংস্থার হাত ধরে বিশেষ এক ধরনের মিশ্রণ ব্যবহার করে নির্মিত হয়েছে বাড়িটি। সিমেন্ট ব্যবহার করা হয়েছে মাত্র ৭ শতাংশ। বাকি উপাদানগুলির মধ্যে রয়েছে মাটি, লাল কাদামাটি, লোহা, চুনাপাথর ও পানি। গোটা বাড়িটি সৌরশক্তিচালিত। বাড়ির ছাদে রয়েছে প্যানেল। বাড়ির দরজা-জানালা ও আসবাব তৈরি হয়েছে ফেলে দেওয়া কাঠ থেকে। ফলে চারদিকে তৈরি হয়েছে একটি পরিবেশবান্ধব পরিবেশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা