বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৮ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
আইনজীবী হিসেবে এনরোলমেন্ট (তালিকাভুক্তি)-এর জন্য বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১০ হাজার ২৫৭ জন উত্তীর্ণ হয়েছে।
শনিবার ভোর রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় ৪০৬৯৬ জন।
এছাড়াও ২৭ জনকে অপেক্ষমাণের তালিকায় রাখা রয়েছে। দ্রুতই এই তালিকা থেকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বার কাউন্সিল।
যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এখন তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর তাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করতে পারবেন।